Latest News

BTCL_Connection
অরুণাপল্লী হাউজিং সোসাইটির সন্মানিত অধিবাসীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অরুণাপল্লীর অভ্যন্তরে নেটওয়ার্ক স্থাপনের কাজ সম্পন্ন করেছে। সংযোগ নিতে আগ্রহী সবাইকে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে (https://mybtcl.btcl.gov.bd/login )। এছাড়াও সংযুক্ত আবেদন ফর্মটি পূরণ করে অরুণাপল্লী অফিসে জমা দেয়া যাবে।
ধন্যবাদ।